Micro-controller হলো একটি IC যা CPU এর পাশাপাশি Memory ধারন করে। Micro-processor হলো একটি IC যা শুধুমাত্র CPU ধারন করে। এতে রেজিস্টার বেশী বিধায় প্রোগ্রাম লেখা সহজ। এতে রেজিস্টার কম বিধায় প্রায় সকল অপারেশন হলো Memory Based.
উত্তর: Micro-controller এবং Micro-processor এর মধ্যে পার্থক্য নিম্নে দেওয়া হলো:
ক্রঃনং | Microcontroller | Microprocessor |
---|---|---|
১. | Microcontroller হলো একটি IC যা CPU এর পাশাপাশি Memory ধারন করে। | Microprocessor হলো একটি IC যা শুধুমাত্র CPU ধারন করে। |
২. | RAM, ROM ইত্যাদি IC এর মধ্যেই Fabricate করা হয়। | RAM, ROM ইত্যাদি বাহ্যিকভাবে সংযোগ করা হয়। |
৩. | এতে রেজিস্টার বেশী বিধায় প্রোগ্রাম লেখা সহজ। | এতে রেজিস্টার কম বিধায় প্রায় সকল অপারেশন হলো Memory Based. |
৪. | এটি সহজ এবং সস্তা, প্রক্রিয়া করার জন্য কম সংখ্যক নির্দেশনা রয়েছে। | এটি জটিল এবং ব্যয়বহুল, প্রক্রিয়া করার জন্য প্রচুর সংখ্যক নির্দেশনা রয়েছে। |
৫. | বেশীরভাগ Micro-controller এর Power Saving Mode থাকে। | বেশীরভাগ Micro-processor এর Power Saving Mode থাকে না। |
৬. | প্রধানত ওয়াশিং মেশিন ও রিমোট কন্ট্রোল সিস্টেমে ব্যবহ্রত হয়। | প্রধানত Personal Computer এ ব্যবহ্রত হয়। |