উত্তর: এয়ার-কন্ডিশনারের রেটিং KW বা KVA এর পরিবর্তে TON এ লেখা হয়। তার কারন হলো রুমে প্রতি ঘন্টায় কি পরিমান তাপ এসি অপসারণ করতে পারে তার উপর ভিত্তি করে এসি তৈরী করা হয়। TON হলো তাপের একটি একক। কোন এসি যদি প্রতি ঘন্টায় ১২০০০ BTU(British Thermal Unit) তাপ অপসারণ করতে পারে তাকে এক TON এসি বলে। যেহেতু রুমে প্রতি ঘন্টায় কি পরিমান তাপ এসি অপসারণ করতে পারে তার উপর ভিত্তি করে এসি তৈরী করা হয় সেজন্যই এয়ার-কন্ডিশনারের রেটিং KW বা KVA এর পরিবর্তে TON এ লেখা হয়।
N.B: 1 TON AC = 12000 BTU/HR = 3.516 KW Cooling Load = 400 CFM(Cubic Feet of air moved per Minute)
কোম্পানীভেদে 1 TON AC Electrical Power গ্রহন করে 1000W থেকে 1350W পর্যন্ত।